Friday 28 June 2013


অস্তিত্ব
অভিষেক কবিরাজ
**********************

কাঁপিয়ে দাও আমার পৃথিবীটা
পায়ের তলার মটি সরে যাক
বুকে মৃত্যুভয় নিয়ে আমি চাপা থাকি ধ্বংস্তূপে 
যেটা বাস্তব কিন্তু পৃথিবীর অন্যরূপ ।
চোখের সামনে জমাট অন্ধকার
কোনো এক পাশ থেকে আসছে পচা গন্ধ 
শরীরে ঘুরে বেড়াচ্ছে পিঁপড়ে পোকামাকর 
আলো খাদ্য জলহীন স্থানে এইভাবে পড়ে থাকি দিন কয়েক ।
তারপর,
কারো পায়ের শব্দে
কান শুনতে চাইবে কোনো সাহাজ্যের স্বর
চোখ দেখতে চাইবে কোনো  আলোর উৎস
মুখ বলতে চাইবে "আমি আছি  এখনো........" !!
তরপর হঠাৎ একদিন আলো দেখবে আমার দেহ,
স্বজনের সজল চোখে খুঁজবো ভালবাসা, স্নেহের আকুলতা ।
হাসপাতালের গাড়ীতে আমি চলে যাবো বেডে ,
তারপর কোথায় ?
আমি কি বেঁচে আছি ??

No comments:

Post a Comment