Friday 20 March 2015

বসন্ত

অভিষেক কবিরাজ

**************************************
বসন্ত এসেছে দেখ প্রকৃতির ও বুকে
গাছপালা মেঠো পথ ধূলা-আবীর মেখে
দিচ্ছে আবীর ছুঁড়ে পথচারী পানে
নগ্নপায়ে আমি একা ফিরি বনে বনে ।

খোঁপায় পড়েছে পলাশ শিমুলের ফুল
ওই দূরে চোখে পরে আমের মূকুল
কোকিল উঠবে ডেকে কুহু কুহু রবে
কবির লেখনি বুঝি এই কথা কবে ।
রসময় বসন্ত তবু নাই নাই রস
তপ্ত বায়ু শুষ্ক ঠোঁটে বুলায় পরশ
পত্রহীন কলেবর নতুন পল্লবে
বসন্ত রজনীর কোনো রূপকথা কবে ।
এষা
 ********  অভিষেক
----------------------


"নর ভাবে আমি বড়ো নারী ঘেঁষা
 নারী ভাবে নারী বিদ্বেষী"
 তুমি জানো আমি শুধুই তোমাকে
 কতোটা যে ভালোবাসি ।

 তোমার সঙ্গে স্বপনে বেঁধেছি
 নদীতীরে এক বাসা
 শুধু তুমি আমি আর এক জন
 মোদের যৌথ আসা ।

 তোমার কেশের সুন্দর ছায়া
 হোক না তা অতি ক্ষুদ্র
 তোমার দেহের মোহময় ঘ্রাণে
 হয়ে গেছি দরিদ্র ।

 তোমাকে জড়িয়ে দুবাহু মাঝারে
 ছুটিয়া আসিত সুখ
 আজ তুমি মোরে দূর করে দিলে
 প্রান ভরে শুধু দুঃখ ।





আমার সোনা চাঁদের কনা ।-----------------------------               অভিষেক কবিরাজ



গুটি গুটি পায়ে সারাদিন হাঁটে
নেই তার কোন ক্লান্তি
ওইটুকু সোনা চাঁদের কনা

চোখ দেখলেই শান্তি ।
আধো আধো স্বরে শুনে তার কথা
প্রান ভরে ওঠে সুখে
বাবার বদলে "বা" বলে আমাকে
বাবা আসেনাকো মুখে ।
ভাত দেখে কাঁদে দুধ দেখে ভাগে
ফলমূলে দিন চলে
চকোলেট চিপস খুব ভালবাসে
অ-রুচি নাই জলে ।
আমার সঙ্গে key board এ আঙ্গুল
Mouse এ দেবে হাত
দাদুর সাথে গাছে দেবে জল
মাটি দেবে সাথে সাথ ।
ঠাম্মার কোলে চুপ করে বসে
রান্নার হাল দেখে
সব কিছু চেনে সব কিছু জানে
কি জানি কোথায় শেখে ।
দুপুরের পরে সন্ধ্যার শেষে
মা- মা ডাকে মোর সোনা
ঘুম চোখে মাকে দুহাতে জড়িয়ে
ঘুমাই চাঁদের কনা ।