Thursday 27 June 2013


রক্তের স্বাদ 
                        অভিষেক কবিরাজ
****************************************

বিকৃত কামনার শেষে
অর্ধনগ্ন দেহটার ছোট্ট একটা ময়না তদন্ত
দেহে স্পন্দন থাকলে সেটা থামিয়ে দেওয়া একমাত্র কাজ ।
নৃশংসতা এখানেই সবচেয়ে নিপূনতা দেখায় ।
ছিন্ন স্তনবৃন্ত .....
ঘাসের উপর বুকের শুকিয়ে যওয়া রক্ত ।
লিপস্টিক লাগা ঠোঁটে মানব দন্তের দংশন ।
এলোমেলো চুল নিথর মুখে রচনা করেছে অদ্ভুদ রহস্য ।
চীরদিনের মতো ঘুমিয়ে পড়া মনটা
ঢাকা পড়ে সাদা একফালি কাপড়ে ,
মরে বাঁচা দেহটা
বেঁচে থাকলে বুঝতো উদার সমাজ কতোটা অনুদার ।
লাসটা বিক্রি হয় সমবেদনার ছাতার তলে ।
তাড়াতাড়ি 
লুন্ঠিত সম্মান হাতিয়ার করে জয়ী হয় একদল নীতিব্যবসায়ী ।
বিকৃত কামনা আবার জেগে ওঠে
আবার কোনো দেহের সন্ধানে ।

No comments:

Post a Comment