Thursday 27 June 2013

অনামি নায়িকা
                                              *  অভিষেক কবিরাজ


ময়ূরাক্ষী তোমার পাড়ে
কলসী কাঁকে সেই মেয়েটি,
আসতো যখন এলোচুলে
মাঠের আলে গুটিগুটি ।
মাটির কলসী জলে ভরে
ঝুলতো ঘাড়ে আলতো খোঁপা,
ভিজে শাড়ী হাঁটুর কাছে
শাড়ীর জলে ভিজতো দু পা ।
স্বামীর ঘরে ঠাঁই হয়নি
বাপ ভাইদের গলগ্রহ,
কালো মেয়ের মুখে তবু
ফুটছে হাসি অহরহ ।
সন্ধ্যা বেলা প্রদীপ হাতে
লাল পাড় সেই সাদা শাড়ী, 
ঠেকায় মাথা ঠাকুরতলায়
সন্ধ্যা দিয়ে ফেরে বাড়ী ।
মাথার বালিশ চোখের জলে
ভিজত প্রায় রোজ রাতেই,
ঘুম ভাঙতো রোজ সকলে
সূর্য ওঠার অনেক আগেই ।
দিন,মাস আর বছর অনেক
এইভাবেতে পেড়িয়ে গেছে,
ময়ূরাক্ষীর পাড়ে আসা 
সেই মেয়েটি হারিয়ে গেছে ।
এলোচুলে মাঠের আলে
কেউ আসেনা এই পথেতে ,
ভেজা শাড়ীর গড়ানো জল
আর পড়েনা এই মাঠেতে ।
সেই কালো দুঃখী মেয়ে 
আসতো সে আছে সাক্ষী,
এই মাঠ আর এই রাস্তা
বইছে আজো ময়ুরাক্ষী ।

No comments:

Post a Comment