Friday 20 March 2015

আমার সোনা চাঁদের কনা ।-----------------------------               অভিষেক কবিরাজ



গুটি গুটি পায়ে সারাদিন হাঁটে
নেই তার কোন ক্লান্তি
ওইটুকু সোনা চাঁদের কনা

চোখ দেখলেই শান্তি ।
আধো আধো স্বরে শুনে তার কথা
প্রান ভরে ওঠে সুখে
বাবার বদলে "বা" বলে আমাকে
বাবা আসেনাকো মুখে ।
ভাত দেখে কাঁদে দুধ দেখে ভাগে
ফলমূলে দিন চলে
চকোলেট চিপস খুব ভালবাসে
অ-রুচি নাই জলে ।
আমার সঙ্গে key board এ আঙ্গুল
Mouse এ দেবে হাত
দাদুর সাথে গাছে দেবে জল
মাটি দেবে সাথে সাথ ।
ঠাম্মার কোলে চুপ করে বসে
রান্নার হাল দেখে
সব কিছু চেনে সব কিছু জানে
কি জানি কোথায় শেখে ।
দুপুরের পরে সন্ধ্যার শেষে
মা- মা ডাকে মোর সোনা
ঘুম চোখে মাকে দুহাতে জড়িয়ে
ঘুমাই চাঁদের কনা ।

No comments:

Post a Comment