Thursday 27 June 2013

রেল লাইনের উপর একটা লাশ

                                       অভিষেক কবিরাজ
*************************************************************

তিনটে কুড়ির বর্ধমান লোকাল চলে গেল আমার উপর দিয়ে ।

আষাঢ়ের এই অসহ্য গরমে আর ভুগতে হবে না ।
দুটো হাত আর ডান পা টা হাঁটুর নীচে আলাদা হয়ে গেছে শরীর থেকে ।
মাথা বহাল তবিয়তেই আছে,
মুখে যন্ত্রনার স্পষ্ট ছাপ
তবে সেটায় আবরন হয়েছে আমার লম্বা চুল ।
দেহটা ঘিরে জটলা
কৌতুহলি মুখগুলো ছিন্ন দেহটার ময়নাতদন্ত করছে ।
মুখে ফুটে উঠছে
সাইজ ছিলো মাইরি....
যাঃ পেন্টি পড়ে মরতে না গেলে ....
ইত্যাদি ইত্যাদি .......... !!
মৃত্যুর পরেও যে মানুষের শ্লীলতাহানি হয়
না মরলে জানা হতো না ।
সময় এগিয়ে যাচ্ছে
রক্তহীন ক্ষতে মাছি পিঁপড়ের আনাগোনা বাড়ছে ।
দিনের আলো অন্ধকারের রূপ নিল
ছিন্ন হাতের সোনার বালা  আংটি, কানের দুল,
কে বা কারা খুলে নিল সবার অলখ্যে
দেহটাকে বেওয়ারিশ করে ।
অনেক রাতে
সেটা বস্তাবন্দী হয়ে
রেলপথ ধরে চলে গেল লাশঘরে ।
মৃত বুকে শ্লীলতাহানির গ্লানি নিয়ে ।

No comments:

Post a Comment