Friday 20 March 2015

বসন্ত

অভিষেক কবিরাজ

**************************************
বসন্ত এসেছে দেখ প্রকৃতির ও বুকে
গাছপালা মেঠো পথ ধূলা-আবীর মেখে
দিচ্ছে আবীর ছুঁড়ে পথচারী পানে
নগ্নপায়ে আমি একা ফিরি বনে বনে ।

খোঁপায় পড়েছে পলাশ শিমুলের ফুল
ওই দূরে চোখে পরে আমের মূকুল
কোকিল উঠবে ডেকে কুহু কুহু রবে
কবির লেখনি বুঝি এই কথা কবে ।
রসময় বসন্ত তবু নাই নাই রস
তপ্ত বায়ু শুষ্ক ঠোঁটে বুলায় পরশ
পত্রহীন কলেবর নতুন পল্লবে
বসন্ত রজনীর কোনো রূপকথা কবে ।

1 comment:

  1. Enter your comment... দাদা...খুব ভাল, তোমার কবিতা আমার খুব ভাল লাগে l

    ReplyDelete